BLANTERORBITv101

বইয়ের কবার ডিজাইন কিবাবে করতে হয় - Adobe Illustrator

Monday, March 15, 2021
অনেকেই Adobe Illustrator দিয়ে বইয়ের কবার ফটো এর ডিজাইন করে থাকেন এবং টা দেখে অনেকেই করতে চাই ডিজাইন, কিন্ত অনেকেই ডিজাইন করার চেষ্টা করে কিন্ত সন্দর ডিজাইন করতে পারে নাহ। আর আপনি উ যদি তাদের মদ্দে হয়ে থাকেন তাহলে আজকের আর্টিকেল টি হতে চলেছে আপনার জন্য একটা বেসিক - অ্যাডভান্স গাইডলাইন।

আমি ডিজাইন টি করতে ব্যাবহার করবো Adobe Illustrator CC 2021 (আপনি চাইলে যেকোনো ভার্সনেই ডিজাইন করতে পারেন)।

আপনি যদি ডিজাইন শেষে মুকআপ ব্যাবহার করতে চান তাহলে আপনার Adobe Photoshop ব্যাবহার করতে হবে, আপনি চাইলে যেকোনো ভার্সন ব্যাবহার করতে পারেন আমি 2020 ভার্সন উসে করেছি  (Mockup is optional)।
ডিজাইন শুরু করার আগে আপনার কিছু এসেট ডাউনলোড করতে হবেঃ
  • প্রকাশনী লোগোঃ Download
  • বুক কবার ব্যাকগ্রাউন্ডঃ Download
  • হার্ড কবার বুক মুকআপঃ Download
  • বাংলা ফন্টঃ Download
ওপরে আমি আপনাদের যা যা দিয়েছি তা সবই ডেমো কনটেন্ট 

 ডিজাইন শুরু করার জন্য প্রথমেই Adobe Illustrator সফটওয়ারটি ওপেন করুন তার পর একটা A4 সাইজের আর্ট বোর্ড নিয়ে নিন।

এখন আর্ট বোর্ড এর ওপর ব্যাকগ্রাউন্ডটি ঠিকঠাক সাইজ মতো প্লেস করুন এবং আর্ট বোর্ড এর সাইজ এর সমান করে image crop করে  ফেলুন।

এখন আপনার বইয়ের নাম অ্যান্ড রাইটার এর নাম লিখুন (একটু সন্দর করে প্লেস করার চেষ্টা করবেন)

আমি লেখার জন্য কংসশ বোল্ড ফন্ট ব্যাবহার করেছি।

এখন আপনার ডিজাইন এক্সপোর্ট করুন এবং ফটোশপ ওপেন করুন, ফটোশপ ওপেন হয়ার পরে মুকআপ psd ফাইল টা ওপেন করুন এবং place your design এ আপনার করা ডিজাইন অ্যাড করুন।

এখন সেভ করে ফেলুন।

আজকের আর্টিকেল এইপরজন্তই আসা করি সবার ভালো লাগবে। Stay with VEOM Graphics


Author

Sayem Miaji

I am a web designer and developer. Sharing knowledge is my passion and web designing is my interest but it is not bigger then my interest in islam.